কুমিল্লা, ০৬ জুলাই ২০১১ (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় কুমিল্লা শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তারিকুর রহমান, আমিনুল ইসলাম, সরকার মাহমুদ জাবেদ, আনোয়ার হোসেন ও রোকন উদ্দিন। বিক্ষোভ সমাবেশের কারণে শহরে দুপুরে যানজটের সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গত ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীরা স্থান পায়নি বলে অভিযোগ উঠেছে।