মফিজুল ইসলাম চৌধুরী, (রিয়াদ, সৌদিআরব) :
প্রবাসী আমদানী কারক, ব্যাবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা স্পন্সরশীপ পরিবর্তন (তানাজল) বন্ধ থাকা। এই সমস্যার কারনে কয়েক লক্ষ বাংলাদেশী অবৈধ হয়েছেন ইতিমধ্যে। তাছাড়া বিমান কার্গোর খরচ কমানো, রাজউক সহ বিভিন্ন সরকারী সংস্থার প্লট বিতরনে সৌদি প্রবাসীদের কোটা বাড়িয়ে অধিকার নিশ্চিত করা। শুল্কমুক্ত গাড়ী অথবা প্রবাস থেকে নিজস্ব গাড়ী দেশে নেওয়ার সুযোগ করে দেওয়া। এন, আর, বি কর্তৃক সি,আই, পি নিয়ম নীতি সহজতর করা। বাংলাদেশ বিমান বন্দর গুলোতে প্রবাসী হয়রানী বন্ধ,আমদানী কারকদের বিশেষ পরিচয় পত্র প্রদান , বছরে অন্তত একবার সরকারী খরচে একটি ট্রেড ফেয়ার করার উদ্যেগ নেওয়ার দাবী জানালে মন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। গত ৩জুলাই রোববার রিয়াদের একটি হোটেলে উক্ত সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাপ্তান হোসেন। দূতাবাসের লেবার কাউন্সিলর হারুন অর রশিদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত মু:শহিদুল ইসলাম, সমিতির সাধারন সম্পাদক রইসুজ্জামান, ডা: আরিফ সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে ব্যাবসায়ী, রাজনৈতিক সহ আরো ভিবিন্ন স্তরের প্রবাসীরা শতষ্পুর্ত ভাবে অংশগ্রহন করেন।মস্ত্রীকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান, আমাদানী কারক আজিজুর রহমান রিপন, মোঃমাসুদ হোসেন,আবু সুফিয়ান বিপ্লব। সংগঠনের পক্ষথেকে ক্রেষ্ট প্রদান করেন, মোঃসাইদ,মিজান,আরমান।
মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।