লিটন চৌধুরী. ব্রাহ্মণবাড়িয়া ॥
সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ী সিটি ও পৌর কর্মচারীদের পেনশনসহ ৬দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মচারী ইউনিয়ন ও পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়ন ও পৌর কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবড়িয়া পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খসরুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আক্তার দেওয়ান, মহাসচিব মোশাররফ হোসেন মিলন, কেন্দ্রীয় সহ সভাপতি কামরুল মৃধা, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।