শুভ নববর্ষ ১৪১৮ বর্ষ বরণ উপলক্ষে তিতাসে চলছে লোকজ সাংস্কৃতিক উৎসব

নাজমুল করিম ফারুক, তিতাস :

তিতাসে মজিদপুর ইউনিয়নের লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করছেন বাউল শিল্পী মুক্তা সরকার
বাংলা মাসের শেষ লগনে হলেও নববর্ষ ১৪১৮ বর্ষ বরণ উপলক্ষে তিতাস উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হলো লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকাল ২টা জগতপুর ইউনিয়নের বর্ষবরণ অনুষ্ঠানটি বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা বেগম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া ও জগতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তবিল। একই দিন বিকাল ৫টায় জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. খন্দকার মোশারফ হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ। শনিবার সকাল ১১টায় নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির দাতা সদস্য আতিকুর রহমান খান, শিক্ষানুরাগী সদস্য রমজান আলী, অভিভাবক সদস্য জামান সরকার, জানে আলম, মিজানুর রহমান, শাহ জাহান, সহকারী শিক্ষক মহসিন মিয়া ও রফিকুল ইসলাম এবং নারান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার। একই দিন বিকাল ৩টায় মজিদপুর জমিদার বাড়ীতে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন চেয়ারম্যান ফারুক মিয়া সরকার উপস্থিত ছিলেন। এদিকে বিকাল ৫টায় কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া, ম্যানেজিং কমিটির সভাপতি আঃ খালেক ভূঁইয়া সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply