চট্রগ্রাম বিভাগের অনলাইন ম্যারেজ পোর্টাল চিটাগাং ওয়েডিং ডট কম-এর যাত্রা শুরু


চিটাগাং ওয়েডিং ডট কম-এর যাত্রা শুরু করেছে। পাত্র -পাত্রির সঠিক তথ্য দিয়ে প্রতারণার ফাঁদ থেকে অভিবাবকদের রক্ষা করতে এ প্রয়াস। এবিসি ট্রেড পাবলিকেশনস এ সাইটটি পরিচালনা করছে। আগামী ৩১ মে পযর্ন্ত এ সাইটে ফ্রি রেজিস্ট্রেশন সুািবধা থাকছে। ।চট্টগ্রাম শহর, জেলা ও বিভাগে জন্ম অথবা বসবাস করেন এমন যে কেউ এ সাইটে দেশ- বিদেশ থেকে মেম্বার হতে পারবে। চিটাগাং ওয়েডিং সাইটে তিন কেটাগরিতে মেম্বারশীপের ব্যবস্থা থাকছে। সিলভার, গোল্ড ও প্লাটিনাম মেম্বারশীপ ছাড়াও রয়েছে ফিচারড প্রোপাইল । একজন ফিচারড মেম্বার তার মেম্বারশীপের আওতায় কমপক্ষে ৬টি ছবি আপলোড় দিতে পারবে যা কিনা অন্যন্যা মেম্বারশীপের ক্ষেত্রে শুধু একটি। বর অথবা কনের নির্ভেজাল এবং বিস্তারিত তথ্য এ সাইটে ফিচারড মেম্বারশীপের আওতায় তুলে ধরা হবে যাতে যে কেউ প্রতারণা এবং হয়রানি থেকে রক্ষা পান। তবে কেউ যদি ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে তার দায়িত্ব ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। এক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার দায়িত্ব অভিবাবকদের । সাইটটি ওয়েডিংমেলা হিসেবে কাজ করবে। বিযের পাত্র পাত্রিদের একটি মানসম্পন্ন পাটফর্ম তৈরি করাই এ সাইটের প্রধান উদ্দেশ্য। প্রতিটি পন্যের যেমন বাজার আছে ,বিয়ের ক্ষেত্রেও এটি থাকা উচিত। এ বাজারে পাত্র-পাত্রিরাই পণ্য। এ সাইটে ওয়েড়িং ইভেন্ট ম্যনেজম্যান্ট থেকে শুরু করে পণ্য সামগ্রির সরবরাহকারীদের ডাইরেক্টরিও থাকবে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিলা, চাঁদপুর, লক্ষীপুর ও বি-বাড়িয়া অঞ্চলের বিয়ে সংস্কৃতিতে একটা ডিজিটাল আবহ নিয়ে আসার জন্যে এ ওয়েবসাইটটির যাত্রা । সাইটটি দেশের প্রথম ডিভিশনাল ওয়েডিং সাইট হিসেবে আত্মপ্রকাশ করেছে। যে কেউ নিজ জেলা-উপজেলার নাম অনুয়ায়ী সার্চ করে পছন্দের পাত্র-পাত্রির অভিবাবকদের সাথে যোগাযোগ করতে পাররেন অনায়াসে। সাইটে খ্যতিমান ব্যক্তিদের বিয়ের স্মৃতি প্রকাশ করা হবে। এছাড়াও থাকবে পেশা,বয়স, শিক্ষা ও কমিউনিটি অনুয়ায়ী পাত্র পাত্রি খোঁজার ব্যবস্থা। বিদেশে যে সব পাত্র -পাত্রি রয়েছে তাদেরকেও দেশের নাম অনুয়ায়ী সার্চ করার ব্যবস্থা থাকবে। এতে করে বিয়ে দিতে ছেলে- মেয়ে খোঁজার হয়রানী থেকে অভিবাবকরা কিছুটা হলেও মুক্তি পাবেন বলে আমরা আশা করছি। সাইটটির ঠিকানা:

– প্রেস বিজ্ঞপ্তি

Check Also

মিনি ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে রবি’র গ্রাহক সেবা সম্প্রসারণ

ঢাকা :– গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ...

Leave a Reply