জামাল উদ্দিন স্বপন (চৌদ্দগ্রাম) : ঢাকা-চাট্রগ্রাম রেল লাইনের কুমিল্লায় জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত হলে পূর্বাঞ্চলের ৩০টি রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল শুক্রবার সকাল ৯টায় ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেল সড়কে কুমিল্লার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেনটি গতকাল সকাল ৯টার সময় জেলার বুড়িচং উপজেলার রসুলপুর এলাকায় পৌঁছলে ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-চট্রগ্রাম, চট্রগ্রাম-সিলেট, ঢাকা-কুমিলা, কুমিলা-সিলেট, সিলেট-নোয়াখালীসহ পূর্বাঞ্চলের ৩০টি রুটে সকল রেল যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে। লাকসাম থেকে ১টি রিলিফ ট্রেন দূর্ঘটনা স্থলে গিয়ে দুপুর ২টার সময় উদ্ধার কাজ শুরু করে। এ দুর্ঘটনার কারনে বিভিন্ন রুটের ট্রেনে অবস্থান করা কয়েক হাজার যাত্রী প্রায় ৫ ঘন্টা পর্যন্ত ভোগান্তির শিকার হয়।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...