মফিজুল ইসলাম চৌধুরী (সৌদি আরব) : বাংলাদেশে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশের অথনৈতিক চাকা সচল রাখুন
-হুমায়ুন কবীর এমডি এবং সিইও সোনালী ব্যাংক
প্রবাসীদের ঘামের টাকা সচল রাখে দেশের চাকা”এই বিষয়ে মত বিনিময় করেন সোনালী ব্যাকের এমডি ও সিইও হুমায়ুন কবীর । গত বৃহ:বার জেদ্দার একটি হোটেলে সোনালী ব্যাংক কতৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বকতৃতায় তিনি বলেন,সকল প্রবাসীরা সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে অথনৈতিক চাকা সচল রাখুন । বিশেষ অতিথি জেদ্দাস্হ বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল নাজমুল ইসলাম বলেন,সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা এই দেশের আইন কানুন মেনে চলবেন । মতবিনিময় সভায় আরও উপস্হিত ছিলেন,জেদ্দা বাংলাদেশ স্কুলের সভাপতি কাজী নিয়ামুল বশির,সৌদি আরব বি.এন.পি র সভাপতি আহমদ আলী মুকিব,কেফায়েত উল্লা কিসমত,আব্দুল মুহিত,নুরুল আবছার সহ আরও অনেকে।
মুরুর দেশে বর্ষ স্মরণ সেই সাথে বৈশাখী আয়োজন
স্কাউটরা কেক কেটে আর অন্যরা বৈশাখী সাজে পান্তা ইলিশ খেয়ে…
বিশ্বের অন্যকটি দেশের মত লোহিত সাগরের তীরে মরুর দেশ সৌদি আরবের প্রবাসীরাও বাংলা নববর্ষ্ ১৪১৮ বরন করে নিয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে । জেদ্দাস্হ বাংলাদেশ স্কুলের স্কাউটরা কেক কেটে বর্ষ্বরন করে।এই সময় উপস্হিত ছিলেন নেয়ামুল বশীর,আবুল বাসার,স্কাউট লিডার রুমী সাইদ এবং ভাইস প্রিন্সিপল আব্দুল কাইউম।এদিকে লোহিত সাগরের তীরে প্রবাসীরা বৈশাখী সাজে নানান আয়োজনের মধ্যে নববর্ষ্ বরন করে।এতে উপস্হিত ছিলেন সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্তিক, রাজনৈতিক, সাংবাদিকসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠজনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন হুমায়ুন কবির।