চান্দিনায় ১২ দফা দাবিতে ক্ষেত মজুর সমিতির স্মারকলিপি প্রদান

মাসুমুর রহমান মাসুদ (চান্দিনা) : অবিলম্বে ক্ষেত মজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লী রেশনিং চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাইখালাসি আইন চালু করে এনজিও ঋণের জাল থেকে গরিব মানুষকে মুক্ত করা, আসন্ন বাজেটে তেমুরসহ গ্রামীণ মজুরদের জন্য পৃথক বরাদ্দ দেওয়া সহ ১২ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স¥ারকলিপি দিয়েছে বাংলাদেশ তেমজুর সমিতির চান্দিনা উপজেলা কমিটি। গতকাল সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি তুলেদেন তেমজুর নেতৃবৃন্দ। এর আগে সকালে চান্দিনা পশ্চিম বাজারে তেমজুরা বিােভ সমাবেশ করেছে। সমাবেশে তে মজুর সমিতির উপজেলা সভাপতি খলিলুর রহমান বাঙালীর সভাপতিত্বে বক্তৃতা করেন, সহ-সভাপতি পরেশ কর, প্রবীন কৃষক নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, সিপিবি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, সিপিবি’র উপজেলা সম্পাদক সুধাংশু কুমার নন্দী, তে মজুর সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আবদুস ছালাম, কৃষক নেতা হুমায়ুন কবির সরদার প্রমুখ। সমাবেশে শেষে উপজেলা সদরে বিােভ র‌্যালী বের করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply