জামাল উদ্দিন স্বপন (লাকসাম): লাকসাম উপজেলার কাপাশতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় ২টি সিএনজিতে অগ্নিসংযোগ ও ৫টি গাড়ী ভাংচুর করা হয়। পরে বিুব্ধরা এ ঘটনায় কুমিল্লা-চাদপুর সড়ক অবরোধ করে রাখে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
প্রত্যদর্শীরা জানায়, কুমিল্লা সদর দণি উপজেলার লালমাই থেকে টেম্পু যোগে একদল যুবক বরুড়ার পয়েলগাছায় ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা কাপাশতলা বাজারে এসে হৈহুল্লুড় করে। এসময় মসজিদে আজান চলায় বাজারের লোকজন তাদের কে হৈহুল্লুরে বাধা দেয়। এতে তারা লিপ্ত হয়ে বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় ২ পরে মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। পরে এলাকাবাসির ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এঘটনায় এলাকাবাসি কুমিল্লা -চাদপুর সড়ক অবরোধ করে ২টি সিএনজি অটোরিক্সা পুড়িয়ে দেয় এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...