মো. হাবিবুর রহমান (মুরাদনগর) : সারাদেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। ‘জীবানু নাশকের অকার্যকারিতা ও এর বিশ্ব ব্যাপী বিস্তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের উদ্যোগে একটি বনার্ঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদনি করে। রালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা খান, ব্রাকের উপজেলা ম্যানেজার আব্দুস ছামাদ। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, ব্রাকের মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী লোকজন অংশ নেয়। র্যালী শেষে সংপ্তি আলোচনায় বক্তারা অ্যান্টিবায়েটিকের পরিমিত ব্যবহার নিশ্চিত করুন; জীবন বাঁচান-একটি সময়োপযোগী আহবান। এ ব্যাপারে জনগনকে আরো সচেতন করাই হলো কর্মসূচীর মুল লক্ষ্য।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...