ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে মেহেদি গাছে মানুষের আকৃতি মাথা

মেহেদি গাছে মানুষের আকৃতি ছোট আকারের মাথা
মেহেদি গাছে মানুষের আকৃতি ছোট আকারের মাথা
আরিফুল ইসলাম সুমন (ব্রা‏হ্মণবাড়িয়া) : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল আজবপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী নরসিংহপুর গ্রামের হাজী নুরুল ইসলামের বাড়ির মেহেদি গাছের ডাল ও পাতায় গত ৩দিনে প্রায় ১০ থেকে ১২টি মানুষের আকৃতির মাথা ফুলের মতো ফুটেছে। ফুটন্ত মাথাগুলিতে আঘাত করলে রক্ত বের হয়। অলৌকিক এ ঘটনা এলাকায় জানাজানি হলে নুরুল ইসলামের বাড়িতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে। গতকাল শুক্রবার সকালে নরসিংপুর গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায় শত শত নারী-পুরুষ মেহেদি গাছে ফুটন্ত মাথা দেখছেন। উপস্থিত লোকজন বিষয়টি দেখে আশ্চর্য হয়। অনেকে বলছেন বিষয়টি অলৌকিক।
বাড়ির মালিক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৬ বছর পূর্বে রমেশ দাসের ছেলে রাখাল দাসের কাছ থেকে বাড়িটি কিনেন। বর্তমানে তিনি সপরিবারে এ বাড়িতে বসবাস করছেন। তিনি বলেন, বুধবার সকালে শিশু মোজাহিদ (৮) উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি মেহেদি গাছের কাছে হোচট খেয়ে পড়ে যায়। এসময় সে মেহেদি গাছের ডালে ও পাতায় কিছু মানুষের আকৃতির ছোট আকারের মাথা দেখতে পায়। মোজাহিদ গাছের মাথাযুক্ত একটি পাতা ছিঁড়ে ফেলে আমার কাছে আনেন। আমি মানুষের আকৃতির মাথাটিতে চাপ দিলে তাতে রক্ত বের হয়। ঘটনাটি দেখে আমি নিজেও চমকে যাই। তাৎক্ষণিক বিষয়টি আমি স্থানীয় মাদ্রাসার এক হুজুরকে জানাই। তিনি গাছের পাতা না ছিঁড়তে পরামর্শ দেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply