কিশোর কুমার :
চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের তিন দিন ব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হয়েছে। উদ্বোধনী দিনেই অনেক ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সকালে হরিনাম সংকীর্ত্তনের শুরু হয় এবং শনিবার সুর্যোদয় পর্যন্ত বিরতিহীন ভাবে এই হরিনাম মহাযজ্ঞ চলবে। হরিনাম সংকীর্ত্তনকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ধর্মালম্বীরা এই মহাযজ্ঞে মিলিত হন এবং নাম সংকীর্ত্তন শ্রবন করেন।
অপরদিকে করইশ গ্রামের নাম সংকীর্ত্তন এ উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় পুলিশ প্রশাসন তদারকি করছে। এ ছাড়া হিন্দু-বৌদ্ধ ও পূজা উদ্যাপন পরিষদের নের্তৃবৃন্দ এ হরি নাম সংকীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় নাম সংকীর্ত্তন আয়োজন কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।