ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী শিশু আনন্দ মেলা

লিটন চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী শিশু আনন্দ মেলার। শিশু কিশোরদের কণ্ঠে রবীন্দ্র আবৃত্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবের বীরত্ব গাঁথা উচ্চারণ এবং সমবেত নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে সোমবার সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। ভাষা চত্বর গেইটে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, সহকারি পুলিশ সুপার সঞ্জয় সরকার, শিশু একাডেমী কর্মকর্তা মাহফুজা আক্তার, পরিচালনা পরিষদ সদস্য এডঃ লোকমান হোসেন। শিশু মেলায় শিশু কিশোর বিষয়ক বই, খেলনা ও কুটির শিল্প প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। কর্মসূচীর মধ্যে থাকবে শিশু কিশোরদের মধ্যে ছবি আঁকা, আবৃত্তি, শিশু নাটক, গান ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাংবাদিক মোঃ মনির হোসেন ও আবৃত্তি শিল্পী শারমীন সুলতানা।




Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply