জহিরুল হক (বাবু), বুড়িচং :
২১ ফেব্রsয়ারি সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদে নব নির্মীত শহীদ মিনারে ফুল দিতে এসে বে-পরোয়া প্রাইভেটকারের চাপায় তানভির খন্দকার (১৩) নামে এক স্কুল ছাত্রের ডান পা ভেঙ্গে গেছে ও ছেলেটি মারাত্মক আহত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান বুড়িচং উপজেলা সদরের বুড়িচং মডের একাডেমী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্র“য়ারী বুড়িচং উপজেলা পরিষদে নব নির্মিত শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পুস্পস্তভক ও প্রভাত ফেরীর মিছিলসহ উপজেলা চত্বরে শহীদ মিনার এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি বে-পরোয়া প্রাইভেটকার মিছিলটির উপর উঠে পড়ে। এতে বুড়িচং মডেল একাডেমীর ৭ম শ্রেনীর মেধাবী ছাত্র তানভির খন্দকার (১৩) তার ডান পা সম্পূর্ন ভেঙ্গে যায়। আহত তানভিরকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অহত তানভিরে গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ, তার পিতার নাম শ্যামল শিকদার সে তার নানার বাড়ী বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামে থেকে পড়া-লেখা করত। এ ব্যাপারে গাড়ীর মালিক বাকশীমূল ইউপি সদস্য ও উপজেলা আ‘লীগ নেতা আব্দুল করিম মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান তার ব্যাক্তিগত প্রাইভেটকারটি নিজেই ড্রাইভিং করে আসছিল। তখন গাড়ীর ড্রাইভার কোথাই ছিল যানতে চাইলে তিনি কিছু না বলেই ফোন কেটে দেন। এব্যপারে স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেনের সাথে ফোনে যোগাযোগ তিনি যানান, গাড়ীর মালিক চিকিৎসা বাবাদ ২হাজার টাকা দিয়েছেন। ছেলেটির ডান পা সম্পূর্ন ভেঙ্গে গেছে। উপজেলা পরিষদের ভিতরে এভাবে বে-পরোয়া ভাবে গাড়ী চালোনোর কোন নিময় আছে কিনা আমার জানা নেই। ডাঃ ছেলেটিকে ২১ দিন বিছানা থাকতে বলেছে, এখন ছেলেটির পড়া-লেখার কি হবে।