কুমিল্লা, ৩০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিলা শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৩.৫৫ শতাংশ। এ বছর জেএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৫৯ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ১০ হাজার ৮৪৭ জন। উত্তীর্ন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫২ হাজার ১০৯ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭৩৮ জন। গড় পাশের দিক থেকে ছাত্ররা ৭৮.৩২ এবং ছাত্রীদের ৬৯.৭৮ শতাংশ পাশ করেছে। উর্ত্তীদের মধ্যে মোট জিপিএ-৫ লাভ করেছে ৬২৪ জন, এর মধ্যে ৩২০ জন ছাত্র এবং ৩০৪ জন ছাত্রী।
কুমিল্লা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠান
জেএসসি পরীক্ষায় কুমিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে সেরা ২০ প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে ফেনী মহিলা ক্যাডেট কলেজ। এখানে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ লাভ করেছে। বোর্ডের মধ্যে সর্বাধিক ৯২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯২০ জন পাশের মধ্য দিয়ে ফলাফলের দিক থেকে দ্বিতীয় পর্যায়ে রয়েছে খ্যাতনামা বিদ্যাপীঠ কুমিলা মডার্ণ হাই স্কুল, তৃতীয় স্থানে কুমিলা ক্যাডেট কলেজ, ৪র্থ কুমিলা জিলা স্কুল, ৫ম কুমিলা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, ৬ষ্ঠ নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,৭ম ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ৮ম চাঁদপুরের আল আমিন একাডেমী, নবম নোয়াখালী জিলা স্কুল, দশম নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ১১তম চাঁদপুরের মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ১২তম নোয়াখালীর বজরা বহুমূখী উচ্চ বিদ্যালয়, ১৩ তম হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ১৪তম চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়, ১৫তম লক্ষীপুরের পতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ১৬ তম লহ্মীপুর আদর্শ ছামাদ সরকারী উচ্চ বিদ্যালয়, ১৭তম ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ১৮তম বি-বাড়িয়ার সাবেরা ছোবহান সরকারী বালিকা উচ্চ বিদালয়, ১৯ তম চাঁদপুরের সাচার উচ্চ বিদ্যালয় এবং ২০তম স্থান লাভ করেছে কুমিলার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়।