বুড়িচং প্রতিনিধি::
গত ১৪ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ছাত্রলীগের বিদ্যমান দুটি গ্রুপের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ছাত্রলীগ কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ গ্রুপ।
স্থানীয় ও প্রত্যদর্শী সূত্রে জানা যায় কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের (উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম গ্রুপ ও কামাল গ্রুপ) দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার অধিপত্য বিস্তার, টেন্ডার নিয়ন্ত্রন, বিভিন্ন কাজের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ইতি মধ্যে দুটি গ্রুপ উপজেলা সদরে বেশ কয়েক বার মুখোমুখি অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রনে আনে। গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা আ‘লীগের বর্ধিত সভায় দুটি গ্রুপের সংঘষের আশংঙ্খায় অতিরিক্ত পুলিশ পাহাড়ায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত দুটি গ্রুপের প্রকাশ্যে মহরায় উপজেলা সদরের জনসাধারনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তারই রেশ ধরে গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় রেজাউল গ্রুপ সমর্থীত বুড়িচং উপজেলা ছাত্রলীগের কর্মী মোঃ জহিরুল ইসলাম (২৭) উপজেলা সদর থেকে মোটর সাইকলে যোগে বাড়ী ফেরার পথে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা প্রতিপক্ষ কামাল গ্রুপের কতিপয় সন্ত্রাসী, সিএনজি কামাল(২৭), হেলাল (২২) ও সহযোগি ৮-৯ জনের একটি দল উপজেলা সদরের মডেল একাডেমী স্কুলের সামনে মোটর সাইকেলের গতিরোধ করে লোহার রড ও লাঠি দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে জহিরুল ইসলামের দুটি পা ও একটি হাত ভেঙ্গে দেয়। আহত জহিরুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে অবস্থার অবনতি দেখে পরে কুমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে জহিরুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ হামলার প্রতিবাদে রেজাউল গ্রপের বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান রুমেলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...