জামাত-শিবির এখনো দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি -হুইপ মুজিবুল হক

কুমিল্লা, ১৪ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক বলেন জামাত-শিবির এখনো এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা দেশের ও জাতির শত্রু। গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আবদুল কাদের মোল্লা, ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এদেশের যুদ্ধাপরাধী। তাদেরকে ক্ষমা করা যাবে না। মঙ্গলবার বিকেলে টাউনহল মিলনায়তনে কুমিল্লা জেলা (দ:) আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট অধ্যক্ষ আফজল খান। সংসদ সদস্য অধ্যক্ষ জোবায়দা খাতুন পারুল তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, তারমধ্যে একটি বাড়ি একটি খামার অন্যতম। শিক্ষার আলো থেকে কোনো ছাত্র-ছাত্রী যাতে বঞ্চিত না হয় সেই জন্য শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেন তিনি। ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে থাকবে বই, কলম, খাতা।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব ওমর ফারুক, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. আতিকুর রহমান আব্বাসী, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার অ্যাড. গোলাম ফারুক, জেলা শ্রমিকলীগ সভাপতি মনির হোসেন ঝান্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, জেলা আওয়ামীলীগ সদস্য আবুল কাশেম সোহাগ, জেলা যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য মহিউদ্দিন আলমগীর, তরুণ আওয়ামীলীগ নেতা পার্থ সারথী দত্ত, তাঁতীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ সদস্য জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু প্রমুখ।

Check Also

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...

Leave a Reply