সাংবাদিক লুৎফুল খবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক আজ

জামাল উদ্দিন স্বপন :

আজ দৈনিক ইনকিলাবের সাবেক সিনিয়র সাব এডিটর, বিশিষ্ট শিশু সাহিত্যিক, রম্য লেখক, গল্পকার ও গ্রন্থকার মরহুম লুৎফুল খবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শাহজাহানপুরস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন ফালগুনকরা গ্রামে। মরহুম লুৎফুল খবীর ছিলেন সাড়া জাগানো একজন রম্য লেখক। চলমান সমাজের অসঙ্গতিগুলো তিনি ব্যঙ্গাত্মক শব্দের প্রাচুর্যে তুলে ধরেন সৈনিকের অপ্রতিরোধ্য বিশ্বস্ততায়। বিষয় বৈচিত্র, সুতিক্ষè, সমাজমনস্কতা ও অনুপ্রাসের সুখপাঠ্য গাঁথুনি নির্মাণের মাধ্যমে লুৎফুল খবীর রম্য সাহিত্যে বিকল্প ধারার সূচনা করেন। তার বর্ণাঢ্য জীবনে ১৬টি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখ্য যোগ্য কয়েকটি গ্রন্থ হচ্ছে- ভালোবাসা ভাড়া চাই, লুৎফুল খবীরের নির্বাচিত এক ঝুড়ি হাসির গল্প, লিটুস মিয়ার ফিটুস ফাটুস, ঈদের রাতে সিঁদেল চোর, খোকা মনি ও বোকা সৈনিক, ছাদের উপর চাঁদ উঠেছে ইত্যাদি।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলেক্ষ স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply