এ্যাম্ব্যুলেন্স থেকে লাশ ফেলে দিয়ে ৬ গাড়িতে গণ-ডাকাতি :দেবিদ্বারে ৫ ডাকাত গ্রেফতার: মালামাল উদ্ধার

দেবিদ্বারে গ্রেফতারকৃত ৫ ডাকাত।-----ছবি-কুমিল্লওয়েব
স্টাফ রির্পোটার ::
কুমিল্লার দেবিদ্বারে লাশ বহনকারী এ্যাম্ব্যুলেন্স সহ ৬ গাড়িতে গণ-ডাকাতির ঘটনায় থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার পূর্বক মালামাল উদ্ধার করেছে।
জানা যায়, গত ২৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ‘চান্দিনা-দেবিদ্বার’ সড়কের ভৈষেরকোট সড়কের মাথায় কলা গাছ ফেলে রামদা, ছেনি, ছোরা, রড, লাঠি নিয়ে ওই গন-ডাকাতি চালিয়ে ছিল। ওই সময় তিন দিক থেকে আসা এ্যাম্বুলেন্স, মাইক্রো বাস, সিএনজি, ট্রাক, পিকাপভেন, মোটর সাইকেল আরোহী ও পথচারীদের আটক করে অস্ত্রের মুখে গাছের সাথে হাত পা বেঁধে ডাকাতি করে। ডাকাতরা লাশ বহনকারী এম্ব্যুল্যান্সের লাইট, দরজার ও পেছনের গ্লাস ভেঙ্গে লাশটিকে টানাহেঁচ্ড়া করে মাটিতে ফেলে লাশের নিচে লুকিয়ে রাখা নগদ ৬২ হাজার টাকা ও ৬টি মোবাইল সেট, নিহতের (লাশ) স্ত্রী’র গলার চেইন, কানের দুল ও হাতের রুলী ছিনিয়ে নিয়ে যায়। থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কুরুইন গ্রামের আব্দুর রহমানের পুত্র সফিউল্লাহ (১৭), একই গ্রামের মৃতঃ দুধ মিয়ার পুত্র ইউছুফ প্রকাশ কাইল্লা (২৭), মৃতঃ বাদশা মিয়ার পুত্র বাবুল মিয়া (৩৫), দিঘীরপাড় গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র সুমন(২৫), ভৈষেরকোট গ্রামের জোহর আলীর পুত্র আবুল হাসেম(৩২) কে আটক করেছে। ডাকাতি হওয়া মালামালের মধ্যে ৯টি মোবাইল সেট, একটি স্বর্ণের চেইন, ১টি ক্যামেরা, ৩টি চশমা, রামদা, রড, সূতলী, চাপাতি, ছোরা সহ বিপুল পরিমান চোরাই ও ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করেন।
এ ব্যপারে দেবিদ্বার থানায় উপ-পরিদর্শক (এস আই) আবু জাহের বাদী হয়ে ধৃত ৫ ডাকাত ও পলাতক আরো ২ ডাকাত সহ ৭ ডাকাতকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (সার্বিক) মোঃ জাহিদুল ইসলাম জানান, গত ২৮ নভেম্বর রাতে ‘চান্দিনা-দেবিদ্বার’ সড়কের ভৈষেরকোটে ডাকাতির অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করা হয়। ডাকাত জহিরের স্ত্রীর গলায় পড়ে থাকা চোরাই যাওয়া লাশ বহনকারী এ্যাম্ব্যুলেন্স’র যাত্রী শিরিন আক্তারের লুটে নেয়া চেইনটি উদ্ধার করা হয়।
অপরদিকে ওই ঘটনার এক সপ্তাহ পর ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতারের ঘটনায় দেবিদ্বারস্থ রেন্ট-এ কার সমিতির পক্ষ থেকে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(সার্বিক) মোঃ জাহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Check Also

নিউইয়র্কের চিকিৎসক ফেরদৌস খন্দকারে দেওয়া খাদ্য পাচ্ছে দেবিদ্বারের ১ হাজার পরিবার

দেবিদ্বার প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারনে কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে দেশের হাজার হাজার ...