কুমিল্লা, ০২ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসের সাথে অপর একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রায়পুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিশায় ট্রাক চাপায় অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ফেনীগামী একটি ট্রাক চৌদ্দগ্রামের বাতিশায় একটি অটোরিক্সাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সার চালক ও একজন যাত্রী নিহত হয়। এদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশ ও গাড়ী ২টি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।