স্পোর্টস ডেস্ক, ২৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
শুক্রবার চীনের গুয়াংজু স্টেডিয়ামে সাব্বির আর নাঈম ইসলামের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বর্ণ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সাব্বির করেন ১৮ বলে ৩৩ রান আর নাঈম করেন ৪১ বলে করেন ৩৪ রান। এছাড়া মিথুন করেন ২২ রান। আশরাফুলের সংগ্রহ ১০।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে তারা সংগ্রহ করে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আসগার স্তানিকজাই। ২৫ রান আসে সাব্বির নুরীর ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাঈম ইসলাম, শাহাদাত হোসেন এবং মোহাম্মদ আশরাফুল। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল হোসেন এবং নাসির হোসেন।
এ জয়ের পর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।