লিটন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া :
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শনিবার বিকেলে ব্রাহ্মণনবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাঁশগারী কান্দা পাড়া গ্রামের একই পরিবারের ৪ জন নিহত হয়েছে এবং অপর ৪জন আহত হয়েছে। নিহতরা হলেন, বাঁশগারী কান্দাপাড়া গ্রামের ফুলমিয়া (৪৫), বাঁশগারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী নাহিদা (৮) একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাহফুজ (৬) এবং জুয়েল (৪)। আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগারী গ্রামের মনিরুল ইসলাম জানান, গতকাল বিকেলে প্রবাস ফেরত ছোটভাইকে আনার জন্যে বাঁশগারী গ্রামের ফুলমিয়া পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাস যোগে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুকান্দি নামকস্থানে যাওয়ার পর হঠাৎ মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরন ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে একই পরিবারের চার জনের মর্মান্তিক মুত্যুর ঘটনায় বাঁশগারী কান্দাপাড়া গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।