কুমিল্লা, ১৪ নভেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
বিএনপির চেয়ারপার্সন বেগম খলেদা জিয়ার সেনানিবাসের বাড়ী থেকে জোড় পূর্বক উচ্ছেদের প্রতিবাদে রোববার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন শান্তিপূর্ন ভাবে পালন করেছে । সকালে বুড়িচং উপজেলা সদরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে জড়ো হলে পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করে সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আবদুল লতিফ ও উপজেলার ময়নামতির কুমিল্লা সিলেট মহাসড়ক এলাকা থেকে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুছ পাটোয়ারীকে আটক করে। এছাড়া সড়কে যানবাহন চলাচল কম থাকলেও উপজেলার অফিস, ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল স্বাভাবিক। কুমিল্লা সিলেট মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুরের পর থেকে দূরপাল্লার যানবাহান কিছু কিছু চলতে দেখা গেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...