লিটন চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া :
কুমিলা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খারেরা নামক স্থানে শনিবার সকালে ট্রাক-টেম্পুর মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন এবং সদর হাসপাতালে ভর্তির পর একজন সহ ৩জন নিহত এবং অপর ২ যাত্রী আহত হয়েছে। হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজিবুর রহমান (৩৫)। তার বাড়ি কুমিলার দেবিদ্বারে। বাকীদের পরিচয় জানা যায়নি। কসবা থানার অফিসার ইনচার্জ হাম্মাদ হোসেন জানান, গতকাল সকালে সিএনজি চালিত একটি যাত্রী বাহী টেম্পু ব্রাহ্মনবাড়িয়া যাবার পথে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। হতা-হতরা সবাই টেম্পুযাত্রী। তিনি জানান, পুলিশ ঘাটক ট্রাকটিকে আটক করেছে।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...