লিটন চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া ৬ নভেম্বর (কুমিল্লাওয়েব ডট কম) :
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া থেকে একটি পিস্তল এবং একটি ছোড়া সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।শনিবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার বোর্ডার বাজারের সামনের গলি থেকে এ গুলো উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা হচ্ছে মধ্যপাড়ার হাবিবুর রহমানের পুত্র ফরহাজুর রহমান পাপন (২২) এবং আব্দুল মোতালিব এর পুত্র কামরুল হোসেন (২৩)।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মধ্যপাড়া এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে।