মো. হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টর :
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মু. ফাইজুল কবির বলেন, উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে শিক্ষা। উপযুক্ত শিক্ষা না থাকলে কোন এলাকায় উন্নয়ন ঘটে না। এখানে সব কিছুই আছে, কিন্তুু কোন হাইস্কুল বা কলেজ নেই। যারা এ মহতী উদ্যোগ গ্রহন করেছেন, সেই ফ্রেন্ডস ইনসাফ বিজনেস ফোরামের সকলকে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, এ নতুন প্রতিষ্ঠানটিকে সফল রূপ দেয়ার জন্য দলমত নির্বিশেষে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ প্রতিষ্ঠান ভবিষ্যতে ভাল ফল অর্জন করতে পারলে দেশ-বিদেশে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব রঞ্জিৎ কুমার সেন বলেন, আমি এ এলাকার সন্তান হিসেবে যেখানে যে অবস্থায় থাকি, আপনাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করার চেষ্টা করব। আশা করি, এলাকার নতুন প্রজন্মকে মানসম্মত উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম বলেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন হয়না, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...