মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনা উপজেলার প্রধান ডাকঘরের ডাক বাক্সটির বেহাল দশা দেখার কেউ নেই। ডাক বাক্সটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্টীলের তৈরী বাক্সটির নিচের অংশ ভেঙ্গে যাওয়ার ফলে চিঠি-পত্র বাক্সটিতে ফেললেও তা নিচে মাটিতে পড়ে যায়। এতে অফিস চলাকালীন সময় ছাড়া চিঠি পোষ্ট করতে পারছেনা এলাকাবাসী। এদিকে ডাকবাক্সটি ঠিক করার কোন পদক্ষেপ নেই ডাক বিভাগের। স্থানীয় কর্মকর্তাদের উদাসীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পোষ্ট অফিস সংলগ্ন ব্যবসায়ীরা অভিযোগ করেছে। পোষ্ট মাষ্টার বদরুল আলম জানান, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এখানে আমি নতুন এসেছি। ডাকবাক্সটি ঠিক করার পদক্ষেপ নেয়া হবে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...