কুমিল্লা, ২৮ অক্টোবর, (কুমিল্লাওয়েব ডট কম) :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন ও সাংবাদিকসহ ৩১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে এবং নাটোরের উপজেলা চেয়ারম্যান হত্যা, সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশে ট্রেন দিয়ে সাধারণ মানুষ হত্যা প্রতিবাদে বুধবার বরুড়া উপজেলা বিএনপির ডাকা বিক্ষেভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা ৭ এর সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন হামলা মামলা দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খায়রুল আনাম খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদ্বুল খালেক চৌধুরি, সাধারণ সম্পাদক কাউছার আলম সেলিম, জেলা যুবদলের নেতা শাহআলম, যুবদল সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারি, পৌর যবদলের সভাাপতি ইলিয়াছ আহমদ, সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল আজিজ, উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি আলী আজ্জম, সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন, কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা, বিএনপির নেতাদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর ছাড়া আর কিছুই করেনি । সাধারণ মানুষে নাগালের বাইরে চলে গেছে ক্রয় ক্ষমতা তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। মামলা হামলা দিয়ে কোন দল কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনা। আওয়ামীলীগের এ অপচেষ্টা জনগণ কখনো সফল হতেদিবেনা।
Check Also
বরুড়ায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, সন্ত্রাসী হামলা বাড়ি ঘর ভাংচুর লুটপাট, আহত ৫
সৌরভ মাহমুদ হারুন :– বুধবার দুপুরের কুমিল্লার বরুড়ায় উপজেলার জয়কামতা গ্রামে সন্ত্রাসীরা ছাদেকুর রহমান নামের ...