স্টাফ রিপোর্টার, মুরাদনগর:::
মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামের খেলার মাঠে শনিবার রাতে শ্রী শ্রী লক্ষী পূনর্মিলনী উদযাপিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাঃ যুগল ব্রক্ষ্মচারী।
অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এডভোকেট সুধাংশু রঞ্জন সাহা, স্বপন কুমার সাহা, সহ-সভাপতি পার্থ সারথী দত্ত, বিশ্বজিৎ সরকার, সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমল দেব, বিষ্ণু পদ সাহা, শংকর সাহা, দুলাল সাহা হাজী মানিক মিয়া, আকবর আলী, ইউপি সদস্য রুহুল আমিন ও তোতা মিয়া প্রমুখ।
অধ্যক্ষ ডাঃ যুগল ব্রক্ষ্মচারী তার বক্তব্যে বলেন, মা একটি শব্দ। মাকে যারা সম্মান বা শ্রদ্ধা করতে জানে না, এ পৃথিবীতে তাদের জম্মের কোন অধিকার নেই। লক্ষী মানে ধনের দেবী, মা লক্ষী তাই ধনপতি গ্রাম বেঁছে নিয়েছেন। লক্ষী মানে ভাল, সুন্দর ও মঙ্গল। ঘরে ঘরে লক্ষী মেয়েরা অধিষ্ঠিত হউক। লক্ষী মায়ের আচারণ ব্যবহার আমাদের সব কিছুতে ধরে রাখতে পারি। তাহলে মাকে শ্রদ্ধা করা হবে। তাই যেন আমরা সারাটি জীবন ভাল হয়ে চলতে পারি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...