কুমিল্লা, 16 অক্টোবর (কুমিল্লাওয়েব ডট কম) :
যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে এত গড়িমাসি না করে সরাসরি ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেয়া উচিত। আমি বুঝি না যুদ্ধাপরাধীদের বিচারে সরকার এত গড়িমাসি করছে কেন? দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ)’র উদ্যোগে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহাম্মদ একথা বলেন। তিনি আরো বলেন, একটি কাঁচা মরিচের দাম এক টাকা, এতে দ্রব্যমূল্যের পরিস্থিতি বুঝা যায়। তিনি দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করা, বাহাত্তরের সংবিধান পূর্ণবহালের উপর জোর দাবি জানান।
জেলা ন্যাপ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য ও মহিলা সংসদ সদস্য আমেনা আহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহম্মদ আলী ফারুক, কেন্দ্রীয় সহ- সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক অনিল চক্রবর্তী, কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক বদিউল আলম মানিক মোল্লা, সাহাদাত হোসেন ভূইয়া, জেলা ন্যাপ সহ- সভাপতি আবদুল মতিন মাষ্টার, জেলা ন্যাপ নেতা আলী আকবর, সিপিবি নেতা আক্তারুজ্জান মাষ্টার, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড সিরাজুল ইসলাম মাষ্টার, ন্যাপ নেতা ডা. ইউনুছ মুন্সী ও মমিনুর রহমান বুলবুল প্রমূখ।