কুমিল্লা, ১৩ অক্টোবর (কুমিল্লাওয়েব ডট কম) :
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া বলেছেন, পরিকল্পিতভাবেই একটি মহল দেশের আইন শৃংখলার বিঘ্ন ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে। বিরোধী দলের নানা মূখী ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কোন পথ না
পেয়ে দলের ভিতরে ঢুকে পড়েছে। দলের ভাবমূর্তি ক্ষুন্নকারী তাদের মদদ দাতাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি মঙ্গলবার দাউদকান্দি উপজেলা মিলনায়তনে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পরিচ্ছন্নতা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর মেয়র শাহ্ আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম কাউছার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জৈবন্নেছা প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...