
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামান, আব্দুল কাদের মোলা ও ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানসহ ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে মুরাদনগর উপজেলা জামায়াতের কার্যালয়ে সম্প্রতি এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিলা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। উপজেলা আমীর মানসুর মিয়ার সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রহিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ফজলুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ডাক্তার আব্দুল জলিল, হাজী আব্দুল হাকিম, মাওলানা সামছুদ্দিন, আব্দুল রাজ্জাক, মাওলানা ইলিয়াস ও উপজেলা ছাত্রশিবির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াত নেতাদের বিচার করতে চায়। বিরোধী দল সভা-সমাবেশ করাতো দূরের কথা, মানববন্ধন কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। অফিসেও সভা করতে দেয়া হচ্ছে না। দেশে বর্তমানে কঠিন অবস্থা বিরাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডাবাজী, খুন, গুম, ইভটিজিং, ঘরবাড়ী দখল, সরকারী দলের এমপিকে হত্যা মামলা থেকে অব্যাহতি, আলোচিত বাঁধন হত্যা, খুলনার সাংবাদিক বালু হত্যা মামলার আসামীরা বেকসুর খালাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট ও সরকারি কর্মকর্তাদের উপর প্রতিনিয়তই হামলা হচ্ছে। এটাই কি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ? তিনি আরো বলেন, তিনি সকল জুলুম নির্যাতন ভয়ভীতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।