কুমিল্লাওয়েব ডটকম নিউজ:
‘বন্ধুত্ব করি, দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল কুমিল্লা সরকারি কলেজে দৈনিক যায়যায়দিন’র লেখক, পাঠক ও শুভানুধ্যায়িদের সংগঠন ‘জেজেডি ফ্রেন্ডস ফোরাম’ কুমিল্লা সরকারি কলেজ শাখার ১ম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় শোভাযাত্রার নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বেলা সাড়ে ১১টায় জেজেডি ফ্রেন্ডস ফোরাম কুমিল্লা সরকারি কলেজ শাখার আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যাযাদি’র স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফ্রেন্ডস ফোরাম’র জেলা য্গ্মু আহবায়ক শাহিদুল ইসলাম সোহেল, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ফ্রেন্ডস ফোরাম’র জেলা সদস্য সচিব মুনিফ আম্মার, যাযাদি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহসান হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ফোরাম’র আহবায়ক শামীম আল আজিজ লেলিন, ভিক্টোরিয়া কলেজ ফ্রেন্ডস ফোরাম’র সদস্য নজরুল ইসলাম লিটন প্রমুখ।
প্রধান অতিথি ড.আছাদুজ্জামান তাঁর আলোচনায় বলেন, ‘একটি ভালো উদ্যোগের নাম জেজেডি ফ্রেন্ডস ফোরাম। একটি বছরে কুমিল্লা সরকারি কলেজে তারা অনেক ভালো কাজ পরিচালনা করেছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই সংগঠনটি তাদের ভবিষ্যত পথচলায় আরো অনেক ভালো কাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে’।
বিশেষ অতিথি সৈয়দ নুরুর রহমান বলেন, ‘দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে। জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন করতে হবে।’ তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলকে বন্ধুত্বের মাধ্যমে দেশকে ভালোবাসার আহবান জানান।
আলোচনা শেষে ফ্রেন্ডস ফোরাম সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও আধুনিক গান পরিবেশন করেন সেঁজুতি দাস পৃথা, কামরুন নাহার লিপি, তাসলিমা আক্তার লিপি, নাজনিন সুলতানা লিজা, মৌসুমী, আফসানা, সোনিয়া সরকার নিপা, মনিরা মিশু, উম্মে ফাতেমা শিবলী, আল আমিন ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ারুল হক।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সরকারি কলেজ ফ্রেন্ডস ফোরাম’র সদস্য সচিব জহিরুল কাইউম শিমুল ও সেঁজুতি দাস পৃথা।