ব্রাহ্মণবাড়িয়া, ০৫ অক্টোবর (কুমিল্লাওয়েব ডটকম) :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর এলাকায় মঙ্গলবার দুপুরে টর্নেডো আঘাত হেনেছে। এতে অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছ। আহত হয়েছে তিন জন। আহতরা হলো- মতিন মাস্টারের স্ত্রী (৬০), নজরুল ইসলাম (৪৫), নবী হোসেন (৩৫)।
এর মধ্যে মতিন মাস্টারের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল ইসলাম মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিনতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, কয়েক মিনিট স্থায়ী এ টর্নেডোতে জিনতপুর বাজার লণ্ড ভণ্ড হয়ে গেছে।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...