মো. হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার :
মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা মার্কেট মাঠে শুক্রবার বিকালে সিএনজি ড্রাইভার হুমায়ুন কবির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউপি চেয়ারম্যান তোফায়েল শিকদার, ধামঘর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, এডভোকেট গোলাম মোস্তফা, রোস্তম আলী, ফজলু মিয়া, কফিল উদ্দিন, মোহাম্মদ আলী, জোহর আহম্মেদ, সেলিম মিয়া, মোস্তাফিজুর রহমান ও আক্কাস আলী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা হুমায়ন কবির হত্যার সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান। গত ২৬ আগষ্ট সিএনজি ড্রাইভার হুমায়ুন কবির প্রতিদিনের ন্যায় ভাড়া নিয়ে আসামী আবুল ও আমিরকে বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা কোটবাড়ি জাদুঘরের পাশে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তার বাবা মুকবল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় আবুল ও আমিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...