শিল্প-কারখানা নয়, কৃষিই একমাত্র দেশের বিপ্লব আনতে পারে। শিল্প-কারখানা স্থাপনের জন্য তিতাস উপযোগি নয় এটা যেমন সত্য তেমনি তিতাসের উর্বর মাটিতে ফসল উৎপাদন করে এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরুণের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। শুধু ফসল নয়, আমাদের এলাকায় গরু-ছাগল পালন করেও অনেকে স্বাবলম্বী হতে পারে, ১৮ সেপ্টেম্বর শনিবার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরীর লেখা আমাদের গ্রাম বালুয়াকান্দি তার নাম গ্রন্থের মোড়ক উম্মোচনকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এম. তাফাজ্জাল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, অজপাড়াগায়ে যাতে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে অভিভাবক হিসাবে তা নিখুতভাবে দেখতে হবে। তিনি স্থানীয় উপজেলা পরিষদ ও প্রশাসনকে অবকাঠামো নির্মাণের মাধ্যমে এলাকার উন্নয়ন তরান্বিত করার জন্য আহ্বান করেন।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ.এইচ ইকবাল আহমেদ, জেলা শষ্য ও উৎপাদন বিশেষজ্ঞ তাজুল ইসলাম, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার ওবায়দুল্লাহ, সাপ্তাহিক কালপুরুষ সম্পাদক আলাউদ্দিন মাষ্টার, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমাদের গ্রাম বালুয়াকান্দি তার নাম গ্রন্থের লেখক কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, নারায়নগঞ্জ সিদ্দিরগঞ্জ পৌরসভার কমিশনার রমজান আলী ও স্থানীয় শিক্ষক প্রতিনিধি হাজী আবদুর রশিদ মাস্টার।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...