মো. হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার :
মুরাদনগর থানা পুলিশ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ জসিম উদ্দিনকে (৩৫) ১১ বছর পর গ্রেফতার করেছে। সে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের সৈয়দ বাচ্চু মিয়ার ছেলে। মুরাদনগর থানা পুলিশের এস আই সাজেদুল ইসলাম পলাশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে ১৯৯১ সালে ঢাকার সুত্রাপুর থানায় অস্র আইনে মামলা হয়েছিল, যার নং-৫৩ (৬)। উক্ত মামলায় (১৫৯১/৯৯) ২০০৫ সালের ৯ নভেম্বর মহানগর ৭নং বিশেষ ট্রাইবুনালের বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ঘটনার পর থেকে দীর্ঘ ১১ বছর সৈয়দ জসিম উদ্দিন পলাতক ছিলেন।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...