মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের মেসার্স মাস্টার ফার্মেসীতে চাঁদা দিতে অস্বীকার করায় দোকান মালিকের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে এক সন্ত্রাসী। উক্ত ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বাজারের সকল ওষুধ দোকানের মালিকরা বিক্ষোভ মিছিল করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
দোকান মালিক জনার্ধন দেব জনি জানান, পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার চর-ভিংলাবাড়ী গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আয়েশ আলী (২৫) মঙ্গলবার রাত অনুমান ৮টায় মদ খেয়ে মাতলামি করতে করতে এসে ৫ শত চাঁদা দাবি করে, নতুবা ঘুমের ইনজেকশান দে বলতে থাকে। এসব নাই বললে দোকান থেকে কেলকুলেটরটি নিয়ে ভেঙ্গে ফেলে চলে যায়। প্রায় ২০ মিনিট পর সে পূনরায় এসে আবারো ৫ শত টাকা দাবি করে, দিতে অস্বীকার করায় দোকানের মালিক জনার্ধন দেব জনির উপর হামলা চালায় এবং সুকেস ভেঙ্গে ওষুধ তছনছ করে ফেলে। তখন চিৎকার করলে সে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা করার পরামর্শ দেন। তবে মালিক সমিতির সভাপতি মাজেদুল হক ও সাধারণ সম্পাদক আবুল হাশেম জানান, ঘটনাটি মিমাংসা করার প্রক্রিয়া চলছে।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...