মো. হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার :
মুরাদনগরে এই প্রথম বারের মতো বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে শ্রী কৃঞ্চের শুভ জন্মাষ্টমীর বনার্ঢ্য শুভাযাত্রা উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে মুরাদনগর কালিবাড়িতে গীতা পাঠ শেষে শুভাযাত্রার সূচনা হয়। পরে পায়ে হেটে কির্তন সহকারে কোম্পানীগঞ্জ বাজার ঘুরে চৈতন্য আখরায় গিয়ে প্রসাদ বিতরনের পর শঙ্খধনীর মাধ্যমে শেষ হয়। শুভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ও সাদা মনের মানুষ ডাক্তার যুগল ব্রম্মচারী, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমল বিকাশ ভৌমিক, শ্রীকাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার, নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জিলা বাস মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম সরকার, উপদেষ্টা স্বপন কুমার সাহা, অশ্বীনী কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়, সহ-সভাপতি পার্থ সারতী দত্ত, সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংকু, মুরাদনগর থানার ওসি আমিরুল আলম, শুধাংশু রঞ্জন দাস, পদ্যুৎ কুমার সাহা, বিশ্বজিৎ সরকার, এডভোকেট এস আর সাহা, অধ্যাপক দ্বীন দয়াল পাল, কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সঞ্জিত শিব, গৌরাঙ্গ দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান জওহর লাল বনিক, বন কুমার শিব, লিটন ভৌমিক, বিমল দেব, কৃঞ্চ রায়, শুকলাল দেবনাথ, চন্দন বনিক, প্রনব দেবনাথ, শংকর রায়, পবিত্র পোদ্দার দীপক রায় ও দুলাল দেবনাথ প্রমুখ। শুভাযাত্রায় ভক্তরা ভিভিন্ন সাজে সজ্জিত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বাস, ট্রাক দিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মহিলাসহ প্রায় ৯/১০ হাজার লোক অংশ নেয়। বনার্ঢ্য শুভাযাত্রাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করায় মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ সকলকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Check Also
করিমপুর মাদরাসায় বোখারী শরীফের খতম ও দোয়া
মো. হাবিবুর রহমান :– কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ মাদরাসায় ১৪৪০ ...