
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া গ্রাম থেকে পুলিশ ট্রাক ভর্তি ৪০ মন নিষিদ্ধ ঘোষিত বিষাক্ত পিরনহা মাছসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই অমর চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাবুটি পাড়া গ্রামে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি (৪০ মন) নিষিদ্ধ ঘোষিত বিষাক্ত পিরনহা মাছ আটক করে। উক্ত পিরনহা মাছ পাচারের চেষ্টাকালে পুলিশ একই গ্রামের রোসমত মাঝির ছেলে তাহের মাঝিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত বিষাক্ত পিরনহা মাছগুলো গোমতী নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে মাটি চাপা দেয়। এ সময় সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোহাম্মদ আয়ুব, মুরাদনগর থানার ওসি আমিরুল আলম ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাছির আহাম্মদ ভুইয়া উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পুলিশের এস আই অমর চন্দ্র দাস বাদী মঙ্গলবার দুপুরে হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।