
মুরাদনগর উপজেলার খোশঘর গ্রাম থেকে দিনদুপুরে রবি কোম্পানীর স্টাফদের মারধর শেষে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মোবাইল সামগ্রী ছিনিয়ে নেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ ঘটনায় আটক ৩ ছিনতাইকারীকে রোববার সকালে কুমিল্লার কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো রবি কোম্পানীর স্টাফ কুমিল্লা গর্জন খোলার কানাই ভট্টাচার্যের ছেলে শ্রীকান্ত ভট্টাচার্য ও তার সাথে থাকা কুমিল্লা সদর দক্ষিন উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রবের ছেলে কামরুজ্জামান শিমুল মোটর সাইকেল যোগে শনিবার দুপুরে মুরাদনগর এলাকায় আসেন। উপজেলার সংচাইল-বাঙ্গরা সড়কের খোশঘর কাটা খালের পাক্কার মাথায় পৌছাঁমাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা একদল ছিনতাইকারী তাদেরকে গতিরোধ করেন। এ সময় অস্ত্র ঠিকিয়ে তাদেরকে মারধর শেষে নগদ ৪২ হাজার টাকা, ২লাখ ২৬ হাজার টাকার ইফিল ও মেবাইল কার্ড, ৬০টি রবি সীম ও ২টি নকিয়া মোবাইলসহ ৩ লাখ টাকার মোবাইল সামগ্রী লুটে নিয়ে তাদের ব্যবহৃরিত মোটর সাইকেলটিও নেয়ার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে এলাকাবাসী ৪ মাইল দৌড়ে মহেশপুর বাজার থেকে ৩ ছিনতাইকারীকে আটক করে। এ সময় বিক্ষোব্ধ এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদেরকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ দেবিদ্ধার উপজেলার বড় শালঘর গ্রামের সফিউদ্দিনের ছেলে পিয়াস (২৪), সংচাইল গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম মোস্তফা (২৪) ও একই গ্রামের রূহুল আমিনের ছেলে মোমেন মিয়াকে (২৫) থানায় নিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শনিবার রাতে মুরাদনগর থানায় দ্রুত বিচার আইনে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। মুরাদনগর থানার ওসি আমিরুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান, পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।