স্টাফ রিপোর্টার, চান্দিনা :
চান্দিনায় মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১১ হাজার ৭শ টাকার জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম গতকাল চান্দিনার বিভিন্ন দোকান-পাট, প্রাইভেট ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ও যানবাহনের নানা অভিযোগে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ খাবার ও লাইসেন্স বিহীন বিদেশী পন্য বিক্রির দায়ে ১২টি দোকান, লাইসেন্স না থাকায় ও অপরিচ্ছন্নতার কারণে জননী মেডিকেল সেন্টারকে এবং অবৈধ ভাবে গাড়ী পার্কিং এর কারণে ২টি ট্রাক ড্রাইভারকে মোট ১১হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেনিটারী ইন্সিপেক্টর নীল নারা ইয়াছমিন, এস.আই রমজানের নেতৃত্বে চান্দিনা থানার একটি টিম সহযোগিতা করেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...