মো. হাবিবুর রহমান, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারের কাচাঁমাল বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে সব তরকারির দাম ২/৩ গুন বেশী দামে বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে ধনে পাতার গন্ধ ও কাচাঁ মরিচের ঝাল বেড়েই চলছে। রমজানের পূর্বে যে ধনে পাতা ও কাচাঁ মরিচ ১০০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছিল, সে ধনে পাতা ও কাচাঁ মরিচই পবিত্র রমজান মাসে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ২০০ টাকা থেকে ২৫০ টাকার দরে বিক্রি হচ্ছে। শুক্রবার উপজেলা সদর মুরাদনগর, কোম্পানীগঞ্জ, রামচন্দ্রপুর, বাঙ্গরা, গাজীরহাট, জাহাপুর, ছালিয়াকান্দি, বাশঁকাইট ও পান্তিসহ বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিলে ব্যবসায়ীরা জানায়, মোকামে দাম বাড়লে আমাদের কিছুই করার নেই। সরকার যদি কাচাঁ বাজার মনিটরিংয়ের জন্য একটি কমিটি করে তালিকা টানিয়ে দিত, তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত। তবে কাচাঁমাল বিক্রেতারা আরো জানায়, যে সমস্ত হাট-বাজারে যেতে যাতায়াত ব্যবস্থা খারাপ, সে সমস্ত হাট-বাজারে উক্ত পন্য সামগ্রী আরো বেশী দামে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম জানান, কাচাঁ-বাজারসহ বিভিন্ন হাট-বাজার নিয়ন্ত্রন করার জন্য ইউপি চেয়ারম্যানসহ বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তারপরও সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে কাচাঁ-বাজার ক্রয় করতে পারে বিষয়টি নিয়ে সমন্বয় সভায় উত্থাপন করে নিরসনের চেষ্টা করা হবে।
এ দিকে শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বশীর জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মতে বাজার নিয়ন্ত্রন করার জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। মুরাদনগর বাজার বনিক সমিতির নেতা ও মডার্ণ টেইলার্সের সত্বাধিকারী আলী আজগর জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রনের কোন নির্দেশ আমরা পাইনি।
Check Also
দেবিদ্বারের সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু: কঠোর নিরাপত্তায় গ্রামের বাড়িতে লাশ দাফন
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত ...