কুমিল্লা, ১৮ আগস্ট ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
বুধবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাব-১১’র অপারেশন টীম সাইফুল ইসলাম (২০) নামের এক হাফেজকে আটক করেছে। পিলখানায় বিডিআর হত্যাকান্ড মামলার সরকারি আইনজীবির প্রাণনাশের হুমকিদাতা সাইফুলকে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রাম থেকে র্যাব তাকে আটক করে।
র্যাব জানায়, আটক সাইফুল ইসলামের এক আত্মীয় পিলখানায় বিডিআর হত্যা মামলায় অভিযুক্ত। এরই জের ধরে সাইফুল ঐ মামলার পিপি এডভোকেট মোশাররফ হোসেন কাজলকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েছিল। এ অভিযোগে পিপি থানায় জিডি করেন। ঐ জিডি ও এসএমএস’র সূত্র ধরে র্যাব-১১’র বিশেষ অপারেশন টীম গতকাল বিকাল সাড়ে ৪টায় সাইফুলকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে ঢাকার রাজারবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, আটক সাইফুল ইসলাম কোরআনে হাফেজ হওয়ার পর নিজ গ্রাম কুলাসার মাদ্রাসায় ভর্তি হয় এবং ওই মাদ্রাসা থেকে সে দাখিল পাস করে। পরবর্তীতে সে গাজীপুর জেলার টঙ্গী আলিয়া মাদ্রাসায় আলিম শ্রেণীতে ভর্তি হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...