বিরোধীদলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আজ ৬৬তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা শনিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রাত ১২টা ১ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটেছেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ডাকনাম পুতুল। দিনাজপুরের মুদিপাড়ায় তার শৈশব-কৈশোর কেটেছে। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী গ্রামের বিখ্যাত মজুমদার বাড়ি। পিতা এস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী। মা বেগম তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে।
খালেদা জিয়া ১৯৬০ সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন। পিতা-মাতার তৃতীয় সন্তান খালেদা জিয়া সে বছর আগস্টে বগুড়ার গাবতলীর সেনাকর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকো। তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
১৯৮১ সালের ৩০ মে রাতে স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনাসদস্যের বুলেটে শাহাদাতবরণ করেন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে গৃহকোণ থেকে খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ ঘটে। ১৯৮৪ সালে দলের কাউন্সিলের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে পরিপূর্ণ বিকাশ ঘটে বিএনপির। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা এক অসামান্য চেতনা ছড়িয়ে দেয় দলের সর্বস্তরে। ১৯৯১ সাল থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিরল গৌরবের অধিকারী তিনি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...