ঢাকা, ১২ আগস্ট ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
বর্তমান সরকার কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার, ’৭২-এর সংবিধানে প্রত্যাবর্তন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা, ২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচার করা, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারসহ অনেকগুলো কাজ এক সঙ্গে শুরু করেছে সরকার।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিলিয়া মিলনায়তনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুকে সরকার একই সঙ্গে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘এসব কাজ গুরুত্বপূর্ণ হলেও এগুলো সুসম্পন্ন করার মতো প্রয়োজনীয় সময়, সামর্থ ও উপকরণ নেই।’ একই সঙ্গে এতো কাজে হাত দেয়ায় সরকার এ রকম কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে তিনি জানান।
বিচারপতি গোলাম রাব্বানির সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব সৈয়দ রেজাউল হায়াত, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা দেন। অনুষ্ঠানে অধ্যাপক ফরহাদ হোসাইন ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মামুন-অর-রশিদ দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
Check Also
মিনি ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে রবি’র গ্রাহক সেবা সম্প্রসারণ
ঢাকা :– গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ...