
মুরাদনগর উপজেলা পরিষদের সমাজ সেবা অধিদপ্তরে মঙ্গলবার দুপুরে এতিমখানা প্রধানদের সাথে সমজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ আহমেদ পাটোয়ারী মতবিনিময় করেন। তখন তিনি সরকার কর্তৃক বে-সরকারি প্রতিষ্ঠানকে সরকারি নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন। আবাসিক ও অনাবাসিক ছাত্রদের পৃথক তালিকা করার নির্দেশ দেন। নিবাসীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞানদান করার কথা বলেন। এতিম ও দু:স্থদের দেশ বিরোধী কোন কাজে জড়িত না করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ব আহবান জানান। আসন্ন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানটি সকল এতিমখানায় যথাযোগ্য মর্যাদায় পালন, দোয়া ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করার পরামর্শ দেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম খোন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাম্মনপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, রহিমপুর হেজাজীয়া এতিমখানার তত্তাবধায়ক কাজী মোহাম্মদ লোকমান, যাত্রপুর মাদ্রাসা-ই-নুরীয়া এতিমখানার বাশারত ভুইয়া, রানীমুহুরী নাদিয়াতুল উলুম এতিমখানার আব্দুল আউয়াল সরকার ও করিমপুর এতিমখানার দ্বীন মোহাম্মদসহ অনেকে।