
মুরাদনগর উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রনের লক্ষে মক্কাইন (দুদস) পরিষদ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সম্প্রতি মধ্যনগর, করিমপুর, কাশিপুর, ইউছুফনগর ও নেয়ামতপুর গ্রামের নামের অধ্যাক্ষর দিয়ে মক্কাইন (দুদস) পরিষদ গঠন করা হয়। এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ, ভাইস চেয়ারম্যান ইউছুফ সোহেল। দুদসের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পার্থ সারতী দত্ত, শাহআলম মনু, হাবিবুর রহমান, তাজুল ইসলাম সরকার, ডাক্তার শহীদুর রহমান, শাহজাহান সরকার, নাছির উদ্দিন, তালেব সওদাগর, মোশারফ হোসেন মেম্বার, হাজী জলিল সওদাগর, নাতু মিয়া সরকার, ডাক্তার আব্দুল জব্বার, ছিদ্দিকুর রহমান ও আতিকুর রহমান প্রমুখ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ বলেন, মক্কাইন (দুদস) পরিষদের উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাস ও দূর্নীতি দমনের পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দেয়ার জন্য পরিষদের কাছে আহবান জানান। ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম সারা মুরাদনগর উপজেলায় ছড়িয়ে দিতে হবে। সমাজ থেকে সন্ত্রাস দুর করতে হলে সামাজিক ভাবেই তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যতে মক্কাইন (দুদস) পরিষদের যে কোন কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সকলকে সাধুবাদ জানান।