স্টাফ রিপোর্টার, ০৬ আগস্ট ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, সরকারের সঙ্গে দুদকের কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব রয়েছে দুর্নীতির সঙ্গে। রাষ্ট্রের যে পর্যায়ের লোকই হন না কেন দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। তিনি বলেন, সরকার দুদকের ওপর কোনো হস্তক্ষেপ করছে না। দুদক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আপন গতিতে কাজ করছে। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সংশোধিত আইন দুদককে আরও স্বাধীন ও নিরপেক্ষ করেছে। দুদককে সার্থক করে তুলতে হলে তাকে নিরপেক্ষ রাখতেই হবে।
শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান গোলাম রহমান আরও বলেন, রাষ্ট্রের উচ্চপর্যায়ে দুর্নীতি বেড়ে গেলে সব পর্যায়ে দুর্নীতি বেড়ে যায়। আমরা উচ্চপর্যায়ের দুর্নীতি প্রতিরোধে তত্পর রয়েছি।মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আবু মোঃ মোস্তফা কামাল, চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ মেজবাহুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জামাল হোসাইন, পুলিশ সুপার সফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী, প্রফেসর মমিনুল হক ও ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বক্তব্য রাখেন।
Check Also
দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি
দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...