ঢাকা -৫আগষ্ঠ (কুমিল্লাওয়েব ডট কম) নিউজ:
বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেব নারায়ণ মহেশ্বরের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) ইসমাইল (আ.)-কে নয়, ইসহাক (আ.)-কে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন এ ব্যাপারে কোরআনের শুদ্ধতা দাবি করে তিনি এ রিট করেছিলেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
এর আগে গত ১ আগস্ট একই বেঞ্চে দেব নারায়ণ মহেশ্বর এ রিট আবেদন দায়ের করেছিলেন।রিটের শুনানিতে নারায়ণ মহেশ্বর হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোরআনের শুদ্ধতা দাবি করেন। শুনানি শেষে আদালত আজ ৫ আগস্ট বৃহস্পতিবার এ রিটের পরবর্তী শুনানির ধার্য করে।
আদেশে আদালত জানায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং ষড়যন্ত্রের জন্য এ রিট করা হয়েছে। তাই এ রিট খারিজ করে দেয় আদালত এবং একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...